সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফ মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
পুলিশ কমিশনার বৃহস্পতিবার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তগণসহ রামকৃষ্ণ মিশন, নিম্বার্ক আশ্রম, দুর্গাবাড়ি, কাজলশাহ, কালীবাড়ি ও লাক্কাতুরা বিষরীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন,। তাকে স্বাগত জানান পূজামণ্ডপের সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে তিনি পূজারীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (সদর) মো কামরুল আমীন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো ফয়সাল মাহমুদ, উপ পুলিশ কমিশনার (উত্তর) মো আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর) ইয়াহিয়া আল মামুন ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।-সংবাদ বিজ্ঞপ্তি