দিরাইর পূর্ব শ্যামারচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের স্মরণসভা ও বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : October 13 2021, 18:32
  • 191 বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : গতবছর সড়ক দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পূর্ব শ্যামারচর গ্রামের ব্যাংক কর্মকর্তা স্বপন কুমার দাস, তার সহধর্মিণী ও তিন ছেলের স্মরণসভা ও শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার রাত ৮টায় স্বপন কুমার দাসের বড়ভাই সমর চন্দ্র দাসের উদ্যোগে পূর্ব শ্যামারচর বাজার পূজামণ্ডপ প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা নলিনি দাসের সভাপতিত্বে ও পূর্ব শ্যামারচর পূজা কমিটির সভাপতি প্রভাত চন্দ্র দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়কুমার বৈষ্ণব, পূর্ব শ্যামারচর পূজা কমিটির সাধারণ সম্পাদক সমর চন্দ্র দাস, সুবল চন্দ্র দে ও ডা পীয়ুষ চৌধুরী।
পরে এলাকার অসহায়,হতদরিদ্র ও ছিন্নমূল শতাধিক মানুষের মাঝে লুঙ্গি, সার্ট ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
উল্লেখ্য, স্বপন কুমার দাস ২০২০ সালের ৩১ জুলাই তার কর্মস্থল শ্রীমঙ্গল থেকে প্রাইভেট কারযোগে নিজ বাড়িতে ফেরার পথে সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘঘটনায় স্ত্রী ও তিন সন্তানসহ নিহত হন।