জগন্নাথপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

  • আপডেট টাইম : October 13 2021, 00:59
  • 219 বার পঠিত

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবার ৪০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার সপ্তমী বিহিতপূজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথ জিউর আখড়ায় কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার-জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি পার্থ সারথি দাশ, সাংবাদিক অমিত দেব ও জুয়েল আহমদ।
এছাড়া বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার শুভাশীষ ধর জানান, দুর্গাপূজা সুষ্ঠুভাবে ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে যাতে উদযাপন করা হয়, সেজন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নজরদারি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর