সিলেটে নানা কর্মসূচিতে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটা হয়। পরে মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো সরোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল। মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম ও ইয়াসিন আহমদ সুমনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, মহানগর শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন এপিপি, সাদিকুর রহমান সাদিক, নাজমুল ইসলাম মাসুম, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বাবু, আতাউর রহমান, মো মাহবুবুল হক, আব্দুল জলিল লেবু, এনামুল হক লিলু, মীর আব্দুল করিম পাখী মিয়া, হরিলাল দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সতীশ দেবনাথ ঝন্টু ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল।-সংবাদ বিজ্ঞপ্তি