গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে এনডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : October 12 2021, 16:23
  • 182 বার পঠিত
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে এনডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সিলেট জেলা শাখা গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকেলে ক্বিনব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে নাগরী চত্বরে সমাবেশে মিলিত হয়।
রমজান আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক মো ছাদেক মিয়া, এনডিএফ শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মো নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল নেতা শুভ আজাদ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো আনছার আলী, দফতর সম্পাদক মো বদরুল আজাদ, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ খান ভূঁইয়া, সদস্য আফজাল হোসেন ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সদর উপজেলা কমিটির নেতা খালেদ আহমদ।
বক্তারা অবিলম্বে গ্যাসের দাম কমানো, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে প্রয়োজনবোধে ভর্তুকি প্রদান করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং লুটপাট ও দুর্নীতি বন্ধ করে দুনীর্তিবাজদের শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর