শারদীয় দুর্গোৎসব : পাড়ায় পাড়ায় এবারও চলছে সেরা হওয়ার লড়াই

  • আপডেট টাইম : October 12 2021, 14:21
  • 220 বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১২২টি পুজামণ্ডপে মঙ্গলবার সকালে সপ্তমীপূজা অনুষ্ঠিত হয়।
যজ্ঞের মাধ্যমে শুরু হয় সপ্তমীপূজা। পরে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন।
এদিকে উপজেলার পাড়ায় পাড়ায় এবারও চলছে সেরা হওয়ার লড়াই। কার থেকে কে সুন্দর পূজামণ্ডপ তৈরি করেছে আর সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারছে-এ নিয়ে আয়োজকদের মধ্যে প্রতিযোগিতা চলছে।
উপজেলার প্রতিটি পূজামস্ডপে নারী ,পুরুষ ও শিশুদের প্রচণ্ড ভিড় লেগে আছে সারাক্ষণ। তবে সবখানেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত কোথাও কোন ধরনের সমস্যা হয়নি। শান্তিপূর্ণভাবে সকল মণ্ডপে দেবী দুর্গার আরাধনা চলছে।

 

এই ক্যাটাগরীর আরো খবর