নবীগঞ্জে ইভটিজিংয় : ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেট টাইম : October 11 2021, 17:43
  • 215 বার পঠিত
নবীগঞ্জে ইভটিজিংয় : ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইভটিজিংয়ের দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করে দেবপাড়া ইউনিয়নের ঝিলকা গ্রামের গউস মিয়ার ছেলে মো মিয়াদ মিয়া (২৫)। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রশাসনকে অবগত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধীর দায় স্বীকারসহ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মো মিয়াদ মিয়াবে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করে নবীগঞ্জ থানা পুলিশের এস আই লুৎফর রহমানসহ একদল পুলিশ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, উপজেলায় ইভটিজিং রোধে সরকারি নির্দেশনা মোতাবেক কাজ করতে প্রশাসন বদ্ধ পরিকর।

এই ক্যাটাগরীর আরো খবর