সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন কমিটির সাথে তুরুকখলা পশ্চিমপাড়া যুব উন্নয়ন সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা রবিবার সন্ধ্যায় মাওলানা ফয়েজ আহমদের বাড়িতে অনুষ্ঠিত হয়।
উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, আল্লামা হরমুজউল্লাহ শায়দার (র) নাতি মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোগলাবাজার ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন কমিটির সভাপতি মাওলানা হাফিজ ফয়সল আহমদ। বিশেষ অতিথি ছিলেন, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক আব্দুল খালিক, ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন কমিটির সহসভপাতি মাওলানা আব্দুল লতিফ রুহেল, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আনোয়ার হোসাইন ও সাংগঠনিক সম্পাদক এইচ এম খালেদ আহমদ।
মোহনা আইডিয়াল একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা জাহেদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, তুরুকখলা পশ্চিমপাড়া যুব উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক হাসান আহমদ।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করা হয়। এছাড়া আগামী ৩ নভেম্বর বুধবার মোগলাবাজার রেবতীরমন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা) মাহফিল সুন্দর ও সফল করতে সবার প্রতি আহবান জানানো হয়েছে।
মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।-সংবাদ বিজ্ঞপ্তি