সৌদিআরবে মাধবপুরের নারী নিখোঁজ : সরকারের সহযোগিতা কামনা পরিবারের

No Image Available
  • আপডেট টাইম : October 10 2021, 11:35
  • 265 বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : সৌদিআরব গিয়ে নিখোঁজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক নারীর সন্ধান পেতে পরিবার সরকারের সহযোগিতা কামনা করেছে।
জীবিকার তাগিদে প্রায় ৬ মাস আগে ৩ সন্তানকে দেশে রেখে সৌদিআরব যান উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার মেয়ে টুনি বেগম। সেখানে দাম্মাম শহরে একটি বাসায় কাজ করতেন তিনি। নিয়মিত যোগাযোগ রাখতেন ভাই, বোন ও সন্তানদের সঙ্গে; কিন্তু এক মাস যাবৎ কোন যোগাযোগ নেই। পরিবারও যোগাযোগ করতে পারছে না। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ। তবে দুদিন আগে সৌদিআরব থেকে তানিয়া নামের একজন পরিবারকে ইমুতে কল দিয়ে জানান, টুনি বেগম মারা গেছেন।
এ ব্যাপারে নিশ্চিত হতে না পেরে দুর্ভাবনায় রয়েছেন টুনি বেগমের স্বজনরা। তারা তার সম্পর্কে সঠিক তথ্য জানতে এবং তিনি মারা গিয়ে থাকলে মরদেহ দেশে আনতে সরকারের নিকট আবেদন জানিয়েছেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, টুনি বেগমের পরিবার তাকে বিষয়টি জানিয়েছে। পুলিশ খোঁজ নিচ্ছে।

 

এই ক্যাটাগরীর আরো খবর