দুর্গপূজা উপলক্ষে জগন্নাথপুরে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান

  • আপডেট টাইম : October 10 2021, 11:34
  • 196 বার পঠিত

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে।
রবিবার থেকে শুরু হয় এ অভিযান। চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
দিনব্যাপী জগন্নাথপুর থানার সামনে এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় লাইসেন্স না থাকায় একটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবেই অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশ মাঠে নেমেছে পুলিশ।