চুনারুঘাটে জায়গা নিয়ে বিরোধে জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

  • আপডেট টাইম : October 10 2021, 17:43
  • 188 বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমরোড-বনগাঁও গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও মেয়েসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।
পুলিশ ও আহতরা জানান, বনগাঁও গ্রামের আব্দুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে আব্দুল হাইর বিরোধ চলছে। শনিবার রাতে আব্দুল হাই ও তার ছেলেরা আব্দুল হককে প্রাণনাশের হুমকি দেয়। রবিবার সকালে এ বিষয়টি প্রশাসনকে অবগত করার জন্য আব্দুল হক বাড়ি থেকে বের হওয়ার সময় আব্দুল হাই ও তার ছেলেরা তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আব্দুল হককে বাঁচানোর জন্য তার স্ত্রী পারুল আক্তারসহ মেয়েরা এগিয়ে এলে তাদের উপর হামলা চালানো হয়। এতে পারুল আক্তার, তার মেয়ে নাজমা আক্তার, আঁখি আক্তার ও তমা আক্তার আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।