ইউপি নির্বাচন : নবীগঞ্জে এক চেয়ারম্যান পদেই আ লীগের মনোনয়ন চান ৭ জন

  • আপডেট টাইম : October 10 2021, 03:31
  • 190 বার পঠিত
ইউপি নির্বাচন : নবীগঞ্জে এক চেয়ারম্যান পদেই আ লীগের মনোনয়ন চান ৭ জন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদ ভবনে শনিবার বিকেল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।
করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু রহমান সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক কনক দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ। বিশেষ বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, ওয়ার্ড সভাপতি মানিক মিয়া, কুমড়ো মিয়া, ভৈরব দাস, আব্দুল মাজাদ মিয়া, লিলাপদ দাশ ও আব্দুর রূপ।
বর্ধিতসভায় আসন্ন করগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন পেতে ৭ জন আগ্রহ প্রকাশ করেন। তারা হলেন, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু রহমান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফরাদ চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা পিকলু চৌধুরী, উপজেলা যুবলীগ সদস্য রূপায়ন দাশ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর মিয়া ও সাধারণ সম্পাদক লেবু আহমদ লেবু।