সুনামগঞ্জে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

  • আপডেট টাইম : October 09 2021, 11:22
  • 231 বার পঠিত
সুনামগঞ্জে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জে ১১১টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫ লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুনামগঞ্জের সহযোগিতায় শহরের শ্রী শ্রী জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি ইজ্ঞিনিয়ার পি কে চৌধুরীর সভাপতিত্বে ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুনামগঞ্জের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্যের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম বণিক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, শ্রী শ্রী জগন্নাথ বাড়ি মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি ধূর্জুটি কুমার বসু, রামকৃষ্ণ মিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, জেলা পূজা উদাযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিক।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার পি কে চৌধুরী বলেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট্র ৩৩ বছর আগে প্রতিষ্ঠা লাভ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ২০১৮ সালে আইনগত মর্যাদা লাভ করে।
তিনি জানান, প্রধানমন্ত্রী হিন্দু কল্যাণ ট্রাস্ট্রকে কার্যকর করতে একটি প্রকল্পের আওতায় দেশের ১৭ শতাধিক মন্দিরে ২৭৫ কোটি টাকা বরাদ্দ দেন।
আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

 

এই ক্যাটাগরীর আরো খবর