মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একটি শিল্প কারখানায় ৪ তলা থেকে নিচে পড়ে সোহেল মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার হরিতলা এলাকায় অবস্থিত বাদশা কোম্পনিতে এই ঘটনা ঘটে। সোহেল মিয়া কারখানা ভবনে কাজ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়; কিন্তু কর্তব্যরত চিকিৎসক সোহেল মিয়াকে মৃত ঘোষণা করেন।
সোহেল মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষনমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।