নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে এন্টারপ্রেনারশিপ এট দ্য এজ অব নাইনটিন বিষয়ে ওয়েবিনার

No Image Available
  • আপডেট টাইম : October 09 2021, 09:01
  • 222 বার পঠিত
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে এন্টারপ্রেনারশিপ এট দ্য এজ অব নাইনটিন বিষয়ে ওয়েবিনার

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে এন্টারপ্রেনারশিপ এট দ্য এজ অব নাইনটিন বিষয়ে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে অনুষ্ঠিত এ ওয়েবিনার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান আহরণে এই ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ওয়েবিনারে সভাপতিত্ব করেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন ও পাবলিক হেলথ বিভাগের প্রধান প্রফেসর ডা রঞ্জিত কুমার দে। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবার সঞ্চালনায় মূল বিষয়ের উপর বক্তব্য রাখেন, বিশিষ্ট উদ্যোক্তা ও অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
মাহমুদুল হাসান সোহাগ একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন বিষয় ও করণীয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ওয়েবিনারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর