সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সর্বস্তরের হিন্দু জনসাধারণকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদ শুভেচ্ছা জানিয়েছে।
সংগঠনের সভাপতি আবু তাহের মো শোয়েব, জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন সাহা ও সহসভাপতি তাহমিন আহমদ এক বার্তায় এই শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
তারা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট চেম্বার নেতৃবৃন্দ দুর্গাপূজাকে সামনে রেখে সকল বিপণিবিতান, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি