নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের কার্যকরী কমিটির সভা ও প্রবাসী সংবর্ধনা

  • আপডেট টাইম : October 09 2021, 08:24
  • 162 বার পঠিত
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের কার্যকরী কমিটির সভা ও প্রবাসী সংবর্ধনা

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের কার্যকরী কমিটির সভা শুক্রবার সন্ধ্যায় মহানগরীর একটি অভিজাত হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট কিডনি ফাউন্ডেশনের ট্রাস্টি ডা নাজরা চৌধুরী।
তিনি নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের মানবকল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।
সভায় যুক্তরাষ্ট্র প্রবাসী মো জসীম উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, অ্যাডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, আব্দুল করিম দলা মিয়া, প্রফেসর রজত কান্তি ভট্টাচার্য, শাহ মোস্তাকিম, আমিরুজ্জামান জোয়াহির, ইকবাল বাহার তালুকদার, আবু ইউসুফ, বয়েত উল্লাহ, মাহবুব হাসান, এ আর চৌধুরী সেলিম, রুহেল আহমদ চৌধুরী, ডা শাহ আজাদ আলী সুমন, ছালেহ আহমদ ও এম ইজাজুল হক ইজাজ।-সংবাদ বিজ্ঞপ্তি।

এই ক্যাটাগরীর আরো খবর