এন্ড্রু আশীষ : সিলেট বিভাগে বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ এক শতাংশের নিচে নেমে এসেছে। কোন মৃত্যুও নেই। অন্যদিকে সুস্থ হওয়ায় সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দফতরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৪ জেলায় ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সংক্রমণ পাওয়া গেছে ৬ জনের শরীরে। এর মাঝে রয়েছেন, সিলেটের ২ জন ও মৌলভীবাজারের ৪ জন। এই হিসেবে গড় সংক্রমণ শূন্য দশমিক ৮০ শতাংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সময়ে অপর দুই জেলার মধ্যে সুনামগঞ্জে ৩৭ জনের ও হবিগঞ্জে ৬২ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
অন্যদিকে সিলেটে ৫৫৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের এবং মৌলভীবাজারে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। এ দুই জেলায় সংক্রমণের হার যথাক্রমে শূন্য দশমিক ৩৬ ও ৪ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে এই সময়ে চার জেলায় ৮১ জন সুস্থ হয়েছেন। আগের দিন ৩৬ জন করোনামুক্ত হয়েছিলেন।
তবে বিশেষজ্ঞরা আগেই সতর্ক করে দিয়েছেন যে, সংক্রমণ কমলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করা যাবেনা। করোনার টিকা নিতেই হবে। পরতে হবে মাস্ক। এছাড়া শারীরিক দূরত্বও বজায় রাখতে হবে।