শ্রীমঙ্গল উপজেলা পরিষদে আ লীগ প্রার্থী ভানুলাল চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম : October 07 2021, 17:59
  • 219 বার পঠিত
শ্রীমঙ্গল উপজেলা পরিষদে আ লীগ প্রার্থী ভানুলাল চেয়ারম্যান নির্বাচিত

এ এস কাঁকন, মৌলভীবাজার : শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ভানুলাল রায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন, ৫৮ হাজার ২৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৩ হাজার ৩৪৮। অপর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক পেয়েছেন ১২ হাজার ৩০৮ ভোট। এছাড়া জাতীয় পার্টি প্রার্থী মিজানুর রব ৮৫২ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন। ভানুলাল রায়কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। নির্বাচনকে ঘিরে যেকোন ধরনের সংঘাত এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ও বাড়তি সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দে ২১ মে মৃত্যুবরণ করলে পদটি শূন্য ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর