হবিগঞ্জ শহরতলিতে শ্বাশুড়ি হত্যার অভিযোগে পুত্রবধূকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম : October 06 2021, 10:27
  • 208 বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলির বড় বহুলায় শাশুড়ি শফরচাঁন বিবিকে (৮০) হত্যার অভিযোগে পুত্রবধূ নাজমা চৌধুরীকে (৩০) পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের কদর আলীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ৩ মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার মনোয়া গ্রামের আব্দুল কাদের চৌধুরীর মেয়ে নাজমা চৌধুরীকে; কিন্তু বিয়ের পর থেকেই কদর আলীর মা শফরচাঁন বিবির সঙ্গে নতুন পুত্রবধূর বনিবনা হচ্ছিলনা। পারিবারিক বিষয়াদি নিয়ে প্রায় সময় ঝগড়া লেগে থাকতো।
অভিযোগ উঠেছে, মঙ্গলববার রাতে কোন একসময়ে শ্বাশুড়িকে মারধর করেন পুত্রপধূ নাজমা চৌধুরী। ফলে শফরচাঁন বিবির মৃত্যু হয়।
বুধবার সকালে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্যে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার ওসি-তদন্ত দৌস মোহাম্মদ জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা জানা যাবে। পুত্রবধূ নাজমা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।