মৌলভীবাজার মুজিব শতবর্ষ জেলা দাবা লীগে চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড ক্লাব

  • আপডেট টাইম : October 05 2021, 16:38
  • 235 বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত মৌলভীবাজার জেলা দাবা লীগ ২০২১ শেষ হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয়েছে, ডায়মন্ড ক্লাব। রানার্সআপ হয়েছে, কনফিডেন্স ক্লাব। জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা জেলা স্টেডিয়ামে এই দাবা লীগের আয়োজন করে ।
রবিবার বিকেলে দাবা ক্রীড়া কক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার-ডিএসবি সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান। সভাপতিত্ব করেন, দাবা লীগের আহ্বায়ক, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ট্রফি ও মেডেলের পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা, রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
গত ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজারে পাঁচ দিনব্যাপী মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ শুরু হয়। এতে ৮টি দল অংশ নেয়।

এই ক্যাটাগরীর আরো খবর