সুনামগঞ্জে তালতো ভাইকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড : একজন খালাস

  • আপডেট টাইম : October 05 2021, 16:42
  • 227 বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে তৈয়বুর রহমান হত্যামামলায় লুৎফুর রহমান (৩৫) নামের একজনকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন।
লুৎফুর রহমান সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আদর্শগ্রামের মৃত কুদরত উল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২২ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে তালতো ভাই লুৎফুর রহমানের হাতে খুন হন তৈয়বুর রহমান। এ ঘটনায় সেদিন রাতেই তৈয়বুর রহমানের বোন সিতারুন বেগম বাদি হয়ে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তদন্ত করে লুৎফুর রহমান ও মিজানুর রহমানকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিচারক লুৎফুর রহমানকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে অপর আসামি মিজানুর রহমানকে বেকুসর খালাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মামলা দায়েরের পর থেকে লুৎফুর রহমান পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এই ক্যাটাগরীর আরো খবর