সুনামগঞ্জে উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালনা নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা

  • আপডেট টাইম : October 05 2021, 16:37
  • 210 বার পঠিত
সুনামগঞ্জে উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালনা নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে উপজেলা পরিষদের ১৭টি কমিটির কার্যক্রম পরিচালনা বিষয়ক নির্দেশিকা অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজজামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন শরিফী, ইএএলজি প্রকল্পের ডি এফ সৈয়দ নজরুল ইসলাম ও এলজিসি কর্মসূচির ডিএফ মিঠু রঞ্জন দাশ।
প্রশিক্ষণ কর্মশালায় তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ১৭টি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য সচিবগণ অংশগ্রহণ করেন।