কৃষকদের উদ্বুদ্ধ করতে এসেড হবিগঞ্জ ব্রি ও জাইকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত

  • আপডেট টাইম : October 04 2021, 03:26
  • 223 বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হাওর অঞ্চলের কৃষকদেরকে স্বল্প জীবনকালের অধিক ফলনশীল জাতের ধান চাষে উদ্বুদ্ধকরণে সহায়তার লক্ষ্যে জাইকার সঙ্গে এসেড হবিগঞ্জ ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ৫ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে এই চুক্তি সাক্ষরিত হয়। জাইকার পক্ষে বাংলাদেশে সংস্থার সিনিয়র রিপ্রেজেনটেটিভ সাহেকি তাকেশি, ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানের হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড মো মোজাম্মেল হক ও এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী এতে সাক্ষর করেন।
পরে সবাই হাওর এলাকায় চাষ উপযোগী বিভিন্ন জাতের ধানের পরীক্ষণ মাঠ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাইকা বাংলাদেশের ডিজাস্টার রিস্ক রিডাক্সন এন্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক রিপ্রেজেনটেটিভ ইতো ডাইসোকে, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের বিজ্ঞানী ড মোহাম্মদ রফিকুল ইসলাম, এলজিইডির স্মল স্কেল ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট প্রকল্পের উপপ্রকল্প পরিচালকসহ দেশী বিদেশী বিশেষজ্ঞ, গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ কার্যক্রমের প্রেসিডেন্ট প্রকৌশলী মশিউর রহমান ও সংশ্লিষ্ট অন্যরা।

 

এই ক্যাটাগরীর আরো খবর