একদিনের সফরে সিলেট আসছেন পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন

No Image Available
  • আপডেট টাইম : October 04 2021, 14:50
  • 234 বার পঠিত
একদিনের সফরে সিলেট আসছেন পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন মঙ্গলবার একদিনের সফরে নিজের নির্বাচনী এলাকা সিলেট আসছেন।
তিনি সকাল ৮টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবেন। সেখানে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানাবেন। সিলেট মহানগরীতে সারাদিনই তার কর্মব্যস্ততায় কাটবে।
পররাষ্ট্র মন্ত্রীর কর্মসূচিতে রয়েছে, সকালে ১০টায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স গ্রহণ, দুপুর ১টা ৪৫ মিনিটে কুয়ারপাড় থেকে লালাদিঘিরপাড় রাস্তার কাজ উদ্বোধন, দুপুর ২টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের সংস্কতির্চ্চা উন্নয়নে মতবিনিময়, বিকেল ৩টায় কালাপাথর মাঠ সংস্কার, মেরামত ও উন্নয়ন উদ্বোধন, বিকেল ৪টায় শাহজালাল উপশহরে এ ব্লকে আরসিসি ড্রেনের কাজ উদ্বোধন, বিকেল ৪টা ৪৫ মিনিটে সুরমা গেইটে স্পোর্টস হোম ইনডোর স্টেডিয়াম উদ্বোধন, সন্ধ্যা ৬টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মুজিববর্ষ উপলক্ষে কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিদর্শন এবং সন্ধ্যা ৭টায় মিরেরময়দান থেকে সুবিদবাজার রাস্তা প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধন কাজ উদ্বোধন।
ড এ কে আব্দুল মোমেন রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে আকাশপথে রাজধানীতে রওয়ানা হবেন।

এই ক্যাটাগরীর আরো খবর