সিলেটে বারির সবজি ও মসলা চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ

  • আপডেট টাইম : October 03 2021, 11:45
  • 189 বার পঠিত
সিলেটে বারির সবজি ও মসলা চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ

সিলেট অঞ্চলে আধুনিক পদ্ধতিতে ভাসমান বেডে বছরব্যাপী সবজি ও মসলা চাষ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শনিবার দুপুরে মহানগরীর শাহজালাল উপশহরে বিএআরআই হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মাহমুদুল ইসলাম নজরুলের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক ড মুজিবুর রহমান ও মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউস সিলেটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড এনায়েত উল্লাহ।
ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের অর্থায়নে ও সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারি সিলেট আয়োজিত কর্মশালায় গোলাপগঞ্জ উপজেলার ৩০ জন কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। তাদেরকে ভাসমান বেডে সবজি ও মসলা চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর