রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের উদ্যোগে এক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় মহানগরীর দরগা গেইটে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংগঠনের সাপ্তাহিক সভা শেষে মদিনা মার্কেট এলাকার দরিদ্র প্রতিবন্ধী ওয়াজিদ নূরকে হুইলচেয়ার দেওয়া হয়।
রোটারি ক্লাব অব সিলেট প্রাইড প্রেসিডেন্ট রোটারিয়ান মো মুবিন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান জামিউল ইসলাম জনির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পিপি রোটারিয়ান আফসর আহমদ বকুল, পিপি রোটারিয়ান ফেরদৌস আলম, পিপি রোটারিয়ান জমির উদ্দিন, পিপি রোটারিয়ান লিয়াকত শাহ ফরিদী, রোটারিয়ান আব্দুল মালেক ও রোটারিয়ান রেজওয়ানুল হক।-সংবাদ বিজ্ঞপ্তি