নবীগঞ্জ হাপপাতালে সোসাইটি অব মিশিগানের অক্সিজেন সিলিন্ডার ও বেড প্রদান

  • আপডেট টাইম : October 03 2021, 11:43
  • 201 বার পঠিত
নবীগঞ্জ হাপপাতালে সোসাইটি অব মিশিগানের অক্সিজেন সিলিন্ডার ও বেড প্রদান

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নবীগঞ্জ সোসাইটি অব মিশিনগান যুক্তরাষ্ট্রের সৌজন্যে ১৩টি অক্সিজেন সিলিন্ডার ও ৬টি বেড দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলু হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুস সামদের সভাপতিত্বে ও ইপিআই টেকনিশিয়ান আবুল ফয়েজ তোয়াহর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল আহমদ ফয়সল, নবীগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, আবাসিক মেডিক্যাল অফিসার ডা চম্পক কিশোর সাহা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুক্তরাষ্ট্র প্রবাসী মো নূর মিয়া ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল।