এনইইউবি উপাচার্যকে রোটার‌্যাক্ট ক্লাবের শুভেচ্ছা জ্ঞাপন

  • আপডেট টাইম : October 03 2021, 11:42
  • 159 বার পঠিত
এনইইউবি উপাচার্যকে রোটার‌্যাক্ট ক্লাবের শুভেচ্ছা জ্ঞাপন

এনইইউবি রোটার‌্যাক্ট ক্লাবের ২০২১-২২ বর্ষের নবগঠিত কমিটি বৃহস্পতিবার নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাসকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করে।
শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনইইউবি রোটার‌্যাক্ট ক্লাবের উপদেষ্টা প্রফেসর মো তানভীর আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিক ও পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল।
এনইইউবি রোটারেক্ট ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি রাজবীন জসিম রাজ, সহসভাপতি ফাতেমা ইমা ও মো রেজাউল ইসলাম মাহফুজ, সাধারণ সম্পাদক জসিম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজেদ আখলাক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন এনইইউবি স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব ইরাম ও শুভ ধর এবং এনইইউবি কালচারাল ক্লাবের সভাপতি মুহাইমিন বক্সওলি।