শিক্ষার্থীদের মাঝে সুরমা লায়ন্স ক্লাবের সুরক্ষাসামাগ্রী বিতরণ

No Image Available
  • আপডেট টাইম : October 01 2021, 05:48
  • 279 বার পঠিত
শিক্ষার্থীদের মাঝে সুরমা লায়ন্স ক্লাবের সুরক্ষাসামাগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামাগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মেদিনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমার সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন মাহমুদা সুলতানা স্বপ্নার পরিচালনায় বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, শ্যামলী দাস, মেদিনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এস এম সাইস্তা তালুকদার, প্রধান শিক্ষক আল্পনা রাণী চৌধুরী, সহকারী শিক্ষক নার্গিস আক্তার, সুপ্রিয়া ভৌমিক, নমিতা রাণী রায়, সেবী ট্রাম্বুল, অর্পিতা চক্রবর্তী ও ডলি রাণী দে।
পরে শতাধিক শিক্ষার্থীর মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ব্রাশ, টুথপেস্ট ও সাবান বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর