দেশে ২২ দিন ইলিশ আহরণ মজুদ ও বেচাকেনা নিষিদ্ধ

  • আপডেট টাইম : October 01 2021, 07:06
  • 177 বার পঠিত
দেশে ২২ দিন ইলিশ আহরণ মজুদ ও বেচাকেনা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : ইলিশ সম্পদ সংরক্ষণে এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক) পর্যন্ত টানা মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বরাত দিয়ে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জনস্বার্থে সরকার ঘোষিত এই বিধি-নিষেধ সঠিকভাবে মেনে চলার জন্যে সকলকে অনুরোধ জানিয়েছেন।
অন্যথায় আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর