জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রমের আওতাধীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চলে সেরা বিদ্যুৎ গ্রাহক (আবাসিক) হিসেবে দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তালেব মুরাদ এ পুরস্কৃত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে পিডিবি সিলেটের প্রধান প্রকৌশলী দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। অন্য চার ক্যাটাগরিতে পুরস্কৃত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো, সেরা বিদ্যুৎগ্রাহক (শিল্প) লাক্কাতুরা টি এস্টেট, সেরা বিদ্যুৎ গ্রাহক (বাণিজ্যিক) পিযুষ পুরকায়স্থ, সেরা বিদ্যুৎ কর্মকর্তা বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর উপসহকারী প্রকৌশলী মো তানভীর রাজ্জাক এবং বিক্রয় ও বিতরণ-১ এর সাহায্যকারী মো আলাউদ্দিন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো আব্দুল কাদিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগদান করেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (বিতরণ) প্রকৌশলী মো সামসুল আলম।-সংবাদ বিজ্ঞপ্তি