সুনামগঞ্জ জেলা পরিষদ থেকে ২৩টি পূজামণ্ডপকে আর্থিক অনুদান প্রদান

No Image Available
  • আপডেট টাইম : September 30 2021, 17:42
  • 278 বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে পৌর এলাকার ২৩টি পূজামণ্ডপে ২ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
এই অনুদানের চেক বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা রামকৃষ্ণ মিশনের সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, সেবক সংঘ দক্ষিণ নতুনপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি অনুরাধা দাস মুন্নী ও ফ্রেন্ডস্টাফ পূজা কমিটির সভাপতি শংকর বণিক।

এই ক্যাটাগরীর আরো খবর