সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালু-পাথর বোঝাই নৌকায় চাঁদাবাজির অভিযোগে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সদস্যরা ১০ চাদাঁবাজকে গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার দুর্লভপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র্যাব ৯ এই চাঁদাবাজদের গ্রেফতার করে।
র্যাব-৯ জানায়, প্রতিদিন দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে চাঁদাবাজি হয়-এমন অভিযোগ পেয়ে কোম্পানি কমান্ডার লে কমান্ডার সিঞ্চন আহমেদের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এমদাদুল হক আফিন্দী, কাউছার আহমেদ, মাহি আফিন্দী, জয়নুল হক, বাদশা মিয়া, আব্দুল হোসাইন, নেছার আহমদ, সামি আফিন্দী, আব্দুন নূর আফিন্দী ও মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে চাঁদাবাজির সরঞ্জামাদি, দুইটি নৌকা, ৮টি লোহার রডসহ দেশীয় অস্ত্র, নগদ ২ হাজার ২৩০ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব ৯ সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।