আইসিটি মামলা থেকে বেকসুর খালাস পেলেন মুফতি আলাউদ্দিন জিহাদি

  • আপডেট টাইম : September 30 2021, 11:19
  • 202 বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলাউদ্দিন জিহাদি ফেসবুকে আল্লামা আহমদ শফীকে নিয়ে বিরূপ মন্তব্যের মিথাা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তাকে বেকসুর খালাস দেন। আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন, মোহাম্মদ দেলোয়ার হোসাইন পাটোয়ারী ও নজরুল ইসলাম।
এর আগে দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে সিআইডি। তদন্তে অভিযোগের সঙ্গে মুফতি আলাউদ্দিন জিহাদির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
উল্লেখ্য, আল্লামা আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগ এনে হারুনুর রশিদ নামের একব্যক্তি বাদি হয়ে মুফতি আলাউদ্দিন জিহাদিকে আসামি করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। মুফতি আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আলেম সমাজ। পরে তিনি জামিনে মুক্তি পান।