উচ্চ আদালত থেকে জামিন নিয়ে করামুক্ত হলেন শাল্লার ঝুমন দাশ

No Image Available
  • আপডেট টাইম : September 29 2021, 04:22
  • 264 বার পঠিত
উচ্চ আদালত থেকে জামিন নিয়ে করামুক্ত হলেন শাল্লার ঝুমন দাশ

সুনামগঞ্জ প্রতিনিধি : হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দিয়ে পুলিশের দায়ের করা তথ্যপ্রযুক্তি মামলায় ৬ মাস কারাভোগের পর ঝুমন দাশ মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। মঙ্গলবার বিকেলে জামিনের আদেশ সুনামগঞ্জ পৗঁছেল সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে বেরিয়ে ঝুমন দাশ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
গত ১৬ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশের ফেসবুক আইডি থেকে হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এর জের ধরে হেফাজত ইসলামের সমর্থকরা পরদিন হিন্দু জনগোষ্ঠী অধ্যুষিত এই গ্রামে ৮৮টি বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর চালায়। পাঁচটি মন্দিরও ভাংচুর করে।
অন্যদিকে তথ্যপ্রযুক্তি মামলায় ১৬ মার্চ ঝুমন দাশকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তিনটি মামলা দায়ের হয়। মামলাগুলো তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। তবে হামলা, লুটপাট ও ভাংচুরের মামলার প্রধান আসামি ইউপি মেম্বার শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ বেশিরভাগ আসামি আদালত থেকে আগেই জামিন পেয়েছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর