ফ্রন্টলাইনারদের অবদান অতুলনীয় : সিসিক মেয়র

  • আপডেট টাইম : September 27 2021, 17:04
  • 162 বার পঠিত
ফ্রন্টলাইনারদের অবদান অতুলনীয় : সিসিক মেয়র

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, করোনা মহামারি পরিস্থিতি দেশের সামগ্রিক কার্যক্রমে স্থবিরতা ডেকে এনেছিল। তখন জীবনের ঝুঁকি নিয়ে দেশের নাগরিকদের সেবা দিয়েছেন চিকিৎসক, নার্স, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সদস্য, সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবকরা। তাদের অবদান অতুলনীয়। এ সব ফ্রন্টলাইনারদের সম্মাননা দিয়ে উৎসাহিত করছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।
সোমবার নগরভবনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত ‘কোভিড ফ্রন্টলাইনার সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সিসিকের প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ডা জাহিদুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। ভবিষ্যতে আরও বেশ কয়েকজন ফ্রন্টলাইনারকে এ সম্মাননা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, জ্যেষ্ঠ সহসভাপতি দুলাল হোসেন, সহসভাপতি ইউসুফ আলী, সহসাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো আবু বক্কর, সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, শংকর দাশ ও মাহমুদ হোসেন।-সংবাদ বিজ্ঞপ্তি