আইসিটি মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে অনলাইন প্রেস ইউনিটি

  • আপডেট টাইম : September 27 2021, 17:02
  • 227 বার পঠিত

অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ বরিশালে সংগঠনের প্রাথমিক সদস্যদের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমূলক আইসিটি মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
সোমবার যৌথ বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক লিটন গাজী, এম লোকমান হোসাঈন, বরিশাল শাখার সভাপতি ফরহাদ হোসেন ফুয়াদ প্রমুখ বলেছেন, যে সংবাদ স্থানীয়-জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই সংবাদ প্রকাশের অভিযোগে পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের সংবাদযোদ্ধা রেদওয়ান শিকদার রনিসহ ৫ জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন আরেকজন সংবাদযোদ্ধা। প্রায় পঞ্চাশটিরও অধিক গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেই সংবাদের সূত্রতায় ৫ জনের বিরুদ্ধে এমন উদ্দেশ্যপ্রণোদিত মামলা সাংবাদিক সমাজের মধ্যে বিভেদ তৈরি করছে, যার সুষ্ঠু তদন্ত প্রয়োজন, যাতে করে ইচ্ছে হলেই কেউ কারো বিরুদ্ধে মিথ্যে মামলা করতে না পারে।
উল্লেখ্য, সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। যে কোন সংবাদযোদ্ধা সদস্য হতে চাইলে নাম, ঠিকানা, বয়স, কর্মরত সংবাদমাধ্যমের নাম লিখে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে সদস্য নম্বর জানিয়ে দেওয়া হবে।

 

এই ক্যাটাগরীর আরো খবর