হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন কমিশনার

  • আপডেট টাইম : September 26 2021, 17:46
  • 233 বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো খলিলুর রহমান বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
এর আগে বিভাগীয় কমিশনারকে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও বিভাগীয় কমিশনার উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কুশল মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের মাস্ক পরে নিয়মিত স্কুলে যাওয়ার উপদেশ দেন।

 

এই ক্যাটাগরীর আরো খবর