মাধবপুরে আদালতের নির্দেশনা টানাতে গিয়ে আহত ৫

  • আপডেট টাইম : September 26 2021, 17:42
  • 198 বার পঠিত
মাধবপুরে আদালতের নির্দেশনা টানাতে গিয়ে আহত ৫

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশনার সাইনবোর্ড লাগাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে পৌরসভার শান্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কৃষ্ণনগর এলাকার দৌলত খান মোল্লা বাদি হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এতে অভিযোগ করা হয়েছে, দৌলত খান মোল্লা একটি জায়গা দীর্ঘদিন যাবত ভোগদখল করছেন। তবে এই জায়গা নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন ও হবিগঞ্জ যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা আছে। এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তেজগাঁও প্রকাশনা স্থগিত রাখার নির্দেশনা দেন।
দৌলত খান মোল্লা ও তার পরিবারের সদস্যরা আদালতের নির্দেশনাযুক্ত একটি সাইনবোর্ড লাগাতে গেলে কৃষ্ণনগরের আব্দুর রশিদ মিয়ার ছেলে লিটন মিয়াসহ তার লোকজন বাধা দেয়। একপর্যায়ে দৌলতখান মোল্লার পরিবারের উপর হামলা করা হয়। এতে দৌলত খান মোল্লা, তার ছেলে রেজুয়ান খান, রায়হান খান, স্ত্রী সায়মা বেগম ও মেয়ে ফাহিমা খানম আহত হন। এরমধ্য গুরুতর অবস্থায় দৌলত খান মোল্লাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে লিটন মিয়া জানান, দৌলত খান মোল্লার লোকজন তাদের উপর হামলা করেছে। এতে তিনিসহ কয়েকজন আহত হন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার ব্যাপারে উভয়পক্ষ অভিযোগ দিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর