দুর্গাপূজাকে সামনে রেখে আজমিরীগঞ্জে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : September 26 2021, 17:42
  • 210 বার পঠিত

আজমিরীগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশ প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিমিয় সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপজেলার ৩৯টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, এবারের দুর্গাপূজায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, শিবপাশা পুলিশ ফাঁড়ি ইনচার্জ গোলাম কিবরিয়া, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সেন ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র চন্দ।