তালামীযে ইসলামিয়া এম সি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম : September 25 2021, 17:28
  • 190 বার পঠিত
তালামীযে ইসলামিয়া এম সি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এম সি কলেজ শাখার ২০২১-২০২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুমা সোবহানীঘাটে সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগর সভাপতি এস এম মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পিয়ার হাসান।
শাখা সভাপতি শোয়েব আহমদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নোমানের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের এমসি কলেজ শাখার সাবেক সভাপতি শেখ শফি উদ্দিন ও মাহবুবুল হাসান জুয়েল, মহানগর সহসভাপতি আতিকুর রহমান সাকের ও মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক এম শামছ উদ্দিন, এম সি কলেজ শাখার সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, নাবেদ হোসাইন ও শামছুল ইসলাম সাদিক।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কাওছার আহমদকে সভাপতি, আলবাব হোসাইনকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ ওমরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর