স্থপতি চৌধুরী মোস্তাক আহমদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

  • আপডেট টাইম : September 25 2021, 04:30
  • 161 বার পঠিত
স্থপতি চৌধুরী মোস্তাক আহমদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে স্থপতি চৌধুরী মোস্তাক আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আয়োজিত স্মরণসভার শুরুতেই লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড সৈয়দ রাগীব আলীর পাঠানো শোকবার্তা পাঠ করা হয়। এতে তিনি বলেন, স্থপতি চৌধুরী মোস্তাক আহমদ ছিলেন লিডিং ইউনিভার্সিটির একজন অকৃত্রিম বন্ধুসুলভ শিক্ষক। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
অ্যালামনাই এসোসিয়েশনের সম্পাদক স্থপতি এহসান শওকতের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ড আজিজুল মওলা, প্রকৌশলী মহিউদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড মুস্তাফিজুর রহমান ও লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস।
সভায় আরও বক্তব্য দেন, স্থপতি কৌশিক সাহা, স্থপতি, স্থপতি তানভীর আহমেদ, স্থপতি গৌরপদ দে ও স্থপতি বেলাল আহমেদ, স্থপতি তানজিমা সিদ্দিকা।-সংবাদ বিজ্ঞপ্তি