সাংবাদিক মহিউদ্দিন শীরুর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : September 25 2021, 17:31
  • 161 বার পঠিত
সাংবাদিক মহিউদ্দিন শীরুর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

শনিবার ছিল বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, লেখক-গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর ১২তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল, বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার জামে মসজিদের দোয়া মাহফিল, মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সন্ধ্যায় বাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল।
কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, আমিরুল হোসেন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মো দেলোয়ার হোসেন জিলন, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী আমিরুল ইসলাম এহিয়া, বিশিষ্ট লেখক-গবেষক সৈয়দ আবু তাহের, সাংবাদিক মিছবাহ উদ্দিন আহমদ, মাছুম আহমদ চৌধুরী, মরহুমের সন্তান ওয়াজি আহমদ ওমু, বিশিষ্ট সমাজসেবক, রুহুল কুদ্দুছ মাসুম, সৈয়দ মোস্তাক আহমদ, হাফিজ আব্দুছ ছালাম, হাফিজ সিরাজুল ইসলাম, হাফিজ সালাহ উদ্দিন, মাওলানা সাইফুদ্দিন, মাওলানা জাকির হোসাইন, হাবিবুল্লাহ, কারী মো আবুল লেইছ ও হাফিজ নূরুল ইসলাম।
বাদ মাগরিব ধোপাদিঘির পূর্বপারে মরহুমের বাসভবনে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, মদন মোহন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড আবুল ফতেহ্ ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনিন হোসেন, সিলেট স্টেশন ক্লাবের সাবেক প্রেসিডেণ্ট অ্যাডভোকেট নূরুউদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাংবাদিক ওয়েছ খসরু, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কবি আবিদ ফায়সাল, আওয়ামী লীগ নেতা তফজ্জুল হোসেন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো জিল্লুর রহমান জিলু, ফটোসাংবাদিক শংকর দাস, ইউছুফ আলী রোটানিয়ান এম এ মালিক হুমায়ুন, রুহুল কুদ্দুস মাছুম ও রুহুল আমিন মুরাদ।-সংবাদ বিজ্ঞপ্তি