শান্তিগঞ্জে জিংকধান বাজারজাতকরণ নিয়ে আলোচনা

  • আপডেট টাইম : September 25 2021, 17:30
  • 164 বার পঠিত
শান্তিগঞ্জে জিংকধান বাজারজাতকরণ নিয়ে আলোচনা

হারভেস্ট প্লাস বাংলাদেশের সহায়তায় এফআইভিডিবির উদ্যোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এফআইভিডিবির সেন্ট্রাল প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে জিংকধানের বীজ বিক্রেতাদের সঙ্গে জিংকধান বাজারজাতকরণ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএডিসি (বীজ বিপণন) সিলেটের উপপরিচালক সুপ্রিয় পাল। এফআইভিডিবির কোঅর্ডিনেটর মুহাম্মদ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার সৈয়দ রাকিবের পরিচালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন, হারভেস্ট প্লাস বাংলাদেশের সিভিসি প্রজেক্ট কোঅর্ডিনেটর আবুহানিফা ও সিভিসি প্রজেক্ট অফিসার রুহুল কুদ্দুস। ভার্চুয়ালি অংশগ্রহণ করেন, হারভেস্ট প্লাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ড খায়রুল বাশার।
এছাড়াও আলোচনাসভায় উপজেলার বীজডিলার, কৃষক ও বীজ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।