ঢাকা থেকে বালাগঞ্জের হত্যামামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : September 25 2021, 04:34
  • 193 বার পঠিত
ঢাকা থেকে বালাগঞ্জের হত্যামামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বালাগঞ্জ থানার একটি হত্যামামলার দুই আসামিকে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ জুলাই বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে মারামারিতে তৈয়ব আলীর ছেলে কামরুল ইসলাম গুরুতর জখম হন। এ সময় উপস্থিত লোকজন তাকে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরুল ইসলামের ভাই ইমরান মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা রুজু করেন।
পরবর্তী সময়ে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের সার্বিক দিক নির্দেশনা ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো রফিকুল ইসলামের তত্ত্বাবধানে বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে প্রযুক্তিগত সহায়তা মামলার পলাতক আসামি হামছাপুর গ্রামের লতিব উল্লার ছেলে সুরত আলী ও শামছুজ্জামানকে ঢাকার কাফরুল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো লুৎফর রহমান জানান, আসামিদের দ্রুততম সময়ে আদালতে সোপর্দ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর