দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : September 23 2021, 02:42
  • 165 বার পঠিত
দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে শহরে আলোচনা সভা ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি নাসির হোসাইন তানভীরের সভাপতিত্বে ও রফিকুল হোসাইন মির্জার পরিচালনায় এতে অতিথি ছিলেন, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মো জমির আলী ও মহিন শিপন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আতিকুল ইসলাম সোহাগ, শহিদুল ইসলাম, তাউছ মিয়া, সাইফুল ইসলাম উজ্জ্বল, মামুনুর রহমান সোহাগ, আল আমিন, রফিকুল ইসলাম ও মির্জা ফয়সল।
আলোচনা সভা শেষে হবিগঞ্জ মডেল হিফজুল কোরআন মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। তাদেরকে দেওয়া হয় উন্নত মানের খাবার। এ সময় মাদরাসার পরিচালক কে এম হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।