কবি-সাংবাদিক মহিউদ্দিন শীরুর দ্বাদশ মৃত্যুবার্ষিকী শনিবার

  • আপডেট টাইম : September 23 2021, 18:47
  • 165 বার পঠিত
কবি-সাংবাদিক মহিউদ্দিন শীরুর দ্বাদশ মৃত্যুবার্ষিকী শনিবার

বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মহিউদ্দিন শীরুর দ্বাদশ মৃত্যুবার্ষিকী ২৫ সেপ্টেম্বর শনিবার।
এ উপলক্ষে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সন্ধ্যায় মহানগরীর ধোপাদিঘির পূর্বপাড়ে বঙ্গবীর আবাসিক এলাকায় মরহুমের বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা মহিউদ্দিন শীরু ও সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল।-সংবাদ বিজ্ঞপ্তি