মাধবপুরে হাইকোর্টের আদেশ অমান্য করার প্রতিবাদ

  • আপডেট টাইম : September 22 2021, 17:19
  • 163 বার পঠিত
মাধবপুরে হাইকোর্টের আদেশ অমান্য করার প্রতিবাদ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামসহ আশেপাশের এলাকায় কোয়ালিটি কোম্পানি ও এর সহযোগী প্রতিষ্ঠানের হাইকোর্টের নির্দেশ অমান্য করে পোল্ট্রি ফার্মের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে কমলপুর গ্রামে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মো আনিসুর রহমান আদিল, আওয়ামী লীগ নেতা ইবায়দুর রহমান, শিক্ষক লুৎফুর রহমান ও মোজাহিদ মসি।
বক্তারা বলেন, কোয়ালিটি কোম্পনি ও এর সহযোগী প্রতিষ্ঠান এই এলাকায় অবৈধভাবে পোল্ট্রি ফার্ম স্থাপন করে পরিবেশের মারাত্মক ক্ষতি করায় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করলে পোল্ট্রি ফার্মের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়; কিন্তু তা মানা হচ্ছেনা।