মাধবপুরে শিক্ষকের স্ত্রীকে আহত করার অভিযোগ

  • আপডেট টাইম : September 19 2021, 17:00
  • 165 বার পঠিত
মাধবপুরে শিক্ষকের স্ত্রীকে আহত করার অভিযোগ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক শিক্ষকের স্ত্রীকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষক সারোয়ার রহমানের স্ত্রী সেলিনা আক্তারকে (৪০) আহত অবস্থায় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সেলিনা আক্তার জানান, পশ্চিম মাধবপুর গ্রামের জুনাইদ খান ও শাহাদাত হোসেন খানদের সঙ্গে তাদের জায়গা সংক্রান্ত বিরোধ চলছে। রবিবার বিকেলে তিনি তার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়া পথে জুনাইদ খান ও আলমগীর খানসহ কয়েকজন তাকে আটক করে বেদম মারপিট করে। এ সময় তার সঙ্গে থাকা টাকা এবং স্বর্ণালংকারও তারা নিয়ে যায়।
মাধবপুর থানার এসআই রাব্বি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।